×

খেলা

বৃষ্টিতে ভেস্তে যাচ্ছে পিন্ডি টেস্ট!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫ পিএম

বৃষ্টিতে ভেস্তে যাচ্ছে পিন্ডি টেস্ট!
দশ বছর পর পাকিস্তানের মাটিতে প্রথম দল হিসেবে টেস্ট ম্যাচ খেলতে আসে শ্রীলঙ্কা। এ নিয়ে কতশত আয়োজন। তবে বহুল প্রত্যাশিত টেস্টের প্রথম ৩ দিনের সব আয়োজন পণ্ড করে দিয়েছে বৃষ্টি। ম্যাচের দুদিনে সবমিলিয়ে বল হয়েছিল ৮৬ ওভার ৩ বল। এই দুদিনে লঙ্কানদের সংগ্রহে ছিল ৬ উইকেটে ২৬৩ রান। গতকাল তৃতীয় দিনে মাঠে গড়িয়েছে ৩২টি বল। মানে মোটে ৫ ওভার ২ বল। এই ওভারগুলো করেও শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারেনি পাকিস্তানের বোলাররা। তবে লঙ্কান ব্যাটসম্যানরা গতকাল ৩২টি বল মোকাবেলা করে দলের রানের খাতায় ১৯ রান যোগ করে। এখন তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৮২ রান। ৮৭ রান করে অপরাজিত আছেন ধনাঞ্জয়া ডি সিলভা। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত আছেন দিলরুয়ান পেরেরা। শুক্রবার অবশ্য বৃষ্টি ছিল না। তবে আগের দিন বৃষ্টি যে সর্বনাশ করে দিয়ে যায় সেটির প্রভাব গতকাল মাঠে পরে। ভারী বৃষ্টিপাতের কারণে মাঠে জমে যায় পানি। সেই পানি গতকাল লাঞ্চের আগ পর্যন্ত শুকায়নি। লাঞ্চের পর বহু চেষ্টায় মাঠে গড়ায় খেলা। তবে তা আর বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ঘন কালো মেঘ। বৃষ্টি না ঝড়ালেও দুপুরের দিকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আকাশে ছিল ঘন কালো মেঘ। ফলে আলো স্বল্পতা দেখা দেয় স্টেডিয়ামে। আর এরজন্য আবার খেলা বন্ধ করতে বাধ্য হন মাঠের আম্পায়ার। সেই মেঘ আর সরেনি। ফলে মাঠের খেলাও আর শুরু করা সম্ভব হয়নি। এই মেঘ আর অন্ধকারের ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে পাকিস্তানের এই ঐতিহাসিক টেস্ট। পাকিস্তানের করাচি স্টেডিয়াম ও গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টি হলেও ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুত খেলা শুরু করা যায়। কিন্তু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বৃষ্টি হলেই বৃষ্টির পানিতে ভারী হয়ে ওঠে মাঠ। আর তা শুকাতেও বেগ পেতে হয় মাঠকর্মীদের। আর গতকাল পিন্ডির আকাশে যেভাবে বৃষ্টি জমে ছিল তাতে করে বোঝা গেছে সেটি হয়ত সহজেই সরবে না। আর সেটি হলে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট ম্যাচটির ইতিহাস লেখা হবে বৃষ্টিভেজা পানির কালিতে!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App