×

সারাদেশ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় অর্থদণ্ড!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:১০ এএম

বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় অর্থদণ্ড!

জেলার কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিয়ের অনুষ্ঠানে আসার দায়ে বর ও কনের আত্মীয়ের ৪ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ এ দণ্ড দেন। উত্তর চাঁদখানা নগরবন্দ যুগিপাড়া গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠানে পুলিশ ২ ব্যক্তিকে আটক করলে ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরের আত্মীয় লালমনিরহাট কালীগঞ্জের মদাতি গ্রামের মৃত অবিন চন্দ্রের ছেলে প্রফুল্ল রায় ও কনের আত্মীয় ডিমলা

উপজেলার বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত মহিনাথ রায়ের ছেলে খেতুনাথ রায়। জানা গেছে, ওই গ্রামের মিন্টু রায়ের মেয়ে স্বপ্না রায়ের (১৩) সঙ্গে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ধিরেন চন্দ্রের ছেলে সুজা চন্দ্রের বিয়ের আয়োজন করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনেসহ উভয়পক্ষের আত্মীয়স্বজন বিয়ের অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ২ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App