×

খেলা

ছন্দে ফিরছেন মোস্তাফিজ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ পিএম

ছন্দে ফিরছেন মোস্তাফিজ!
ভারতের বিপক্ষে ২০১৫ সালে মিরপুর স্টেডিয়ামে ইতিহাস গড়েছিলেন মোস্তাফিজুর রহমান। তার কাটার বোলিংয়ে ভারতকে পরাস্ত করে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই এক সিরিজে সাফল্য মোস্তাফিজকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। এর পরের বছরই ডাক পেয়ে যান বিশে^র সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইপিএলে। আইপিএলের ওই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম আসরেই খেলেই হন সেরা উদীয়মান খেলোয়াড়। মোস্তাফিজের এমন সাফল্যে আশার আলো দেখতে পেয়েছিল দেশের কোটি ক্রিকেটপ্রেমী। কিন্তু সেটি আর বেশি দিন কপালে সইল না। ওই বছরের জুলাই মাসে ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে ইনজুরি বাঁধান তিনি। সেই ইনজুরির প্রভাবে বোলিং প্যাটার্নই পরিবর্তন করে ফেলতে হয়। প্যাটার্ন পরিবর্তনের কারণে তার বল থেকে চলে যায় কাটারের ধার। তার সেই বোলিংয়ের পুরনো ধার কমতে কমতে এখন প্রায় তলানির দিকে ঠেকেছে। বোলিং করে বিস্তর মার খাচ্ছেন। কিন্তু কোনো উইকেট তুলে নিতে পারছেন না। তার এমন পারফরমেন্সে এখন অনেক সমর্থক তাকে দল থেকে বাদ দেয়ার দাবি পর্যন্ত তুলে ফেলেন। জাতীয় দলের হয়ে বিশ^কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত অনুজ্জ্বল মোস্তাফিজ। এখন শুরু হয়েছে বিপিএলের আসর। সেখানেও নিজের সাফল্যের ছাপ রাখতে পারেননি তিনি। বিপিএলে এবার রংপুরের হয়ে খেলছেন তিনি। প্রথম ম্যাচটিতে কুমিল্লার বিপক্ষে ২টি উইকেট তুলে নিলেও ৩৭ রান খরচ করেন তিনি। আর এই রানের ২৬ রানই তিনি খরচ করেন এক ওভারে। তার এক ওভারে কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা ৪টি ছক্কা হাঁকান। দর্শকদের পর এবার তার এমন পারফরমেন্সে নাখোশ হয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। গত বৃহস্পতিবার কুমিল্লার বিপক্ষে ওই ম্যাচটি শেষে মোস্তাফিজের ওপর রীতিমতো ক্ষোভ ঝাড়েন তিনি। হাবিবুল বাশারের ভাষায় মোস্তাফিজ তার আগের ইয়র্কার প্রয়োগ করতে পারছেন না। তা ছাড়া তিনি বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন। ফলে একই জায়গায় বল করে মার খেলেও তিনি তার বলের দিক পরিবর্তন করছেন না। বাশার বলেন, ‘মোস্তাফিজ এক বছর হলো হারিয়ে যাচ্ছে। মোস্তাফিজের বোলিংয়ে এখন ইয়র্কার নেই। আগে একটা দারুণ ইয়র্কার ছিল বোলিংয়ে। ¯েøায়ার বল এখনো আছে। পেসও আস্তে আস্তে বাড়ছে। এখন মোটামুটি ভালো পেসে বল করছে। তবে ইয়র্কার মিসিং। সে একটু বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। এটাই আমার ভাবনার বিষয়। এই অবস্থা থেকে ফিরতে মোস্তফিজের নিজেকেই ভাবতে হবে ত্রুটি কোথায়। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স। দর্শকদের প্রত্যাশা মোস্তাফিজ এ ম্যাচে তার ফর্ম ফিরে পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App