×

সারাদেশ

৩৫ ঘণ্টার অনশনে অসুস্থ শতাধিক পাটকল শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০২:৩৪ পিএম

৩৫ ঘণ্টার অনশনে অসুস্থ শতাধিক পাটকল শ্রমিক
মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবি আদায়ে কোনো প্রতিশ্রুতি নয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছে দেশের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। ৩৫ ঘণ্টার বেশি সময় ধরে চলমান অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দেশের শতাধিক পাটকল শ্রমিক। এসময় কতৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন দেশের পাটকল শ্রমিকরা। অনশন কর্মসূচি পালন করতে গিয়ে খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে এবং ৩৫ ঘণ্টার বেশি সময় ধরে অনাহারে থাকায়েএরই মধ্যে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৫০ জনেরও বেশি শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। খুলনা ও রাজশাহীতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কয়েক জন শ্রমিককে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রমেই এ সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন পাটকল শ্রমিকের নেতারা। এদিকে কর্মসূচি শরুর ২৪ ঘণ্টারও বেশি সময় পর বুধবার দিবাগত রাতে খুলনায় স্থানীয় সাংসদ ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পাটকল সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক ফলপ্রশু না হওয়ায় আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে পাটকল শ্রমিকরা। খুলনার আলিম জুট মিলের শ্রমিকরা জানান, গত এক যুগেরও বেশি সময় ধরে চরম অবহেলার মধ্যে দিয়ে মিলের উৎপাদন অব্যাহত রাখলেও ঠিক মত মজুরি না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। বাধ্য হয়েই অনশন শুরু করেছেন। ন্যায্য দাবি মেনে না নেয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। তাতের দাবি, এভাবে চলতে থাকলে এরপর আর কেউ জুট মিলে কাজ করতে আসবে না। মিলগুলো ধ্বংস হয়ে যাবে। এই মিলগুলো জাতীয় সম্পদ, তাই এগুলো রক্ষা করার জন্যও আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরণ অনশন করছেন ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, প্লাটিনাম জুবিলি, স্টার, আলিম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরাও। এদিকে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১ টায় পাট মন্ত্রণালয়ে পাট ও বস্ত্রমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত পাটকল শ্রমিকদের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এজন্য বুধবার (১১ পিসেম্বর) রাতে ওই দিন পর্যন্ত কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। উল্লেখ্য, ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমরণ অনশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App