×

আন্তর্জাতিক

সুকির মিথ্যাচার ঘৃণাভরে প্রত্যাখান রোহিঙ্গাদের

Icon

nakib

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৫:০৮ পিএম

সুকির মিথ্যাচার ঘৃণাভরে প্রত্যাখান রোহিঙ্গাদের

রোহিঙ্গা গণহত্যা নিয়ে সুকির নির্জলা মিথ্যাচারকে প্রত্যাখান করে তার নিন্দা করেছে রোহিঙ্গা জনগণ। আন্তর্জাতিক আদালতে সুকি নির্মম এ গণহত্যাকে অভ্যন্তরীণ সহিংসতা বলে অভিহিত করে সেনা অভিযানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তার জন্য বিশেষ অভিযান বলে আখ্যা দেয়। অভিযানের ফলে ভয়ে জনগণ পালিয়ে এসেছে বলেও দাবি করে সুকি।

আরাকান রোহিঙ্গা শান্তি কমিটির চেয়ারম্যান মু. মুহিবুল্লাহ বলেন, ”আন্তর্জাতিক আদালত প্রমাণ দলিল অনুযায়ী বিচার করবে। আর চোর কখনো চুরি করে স্বীকার করে না তবে ন্যায়বিচার সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী হয়। সুকি যদি মিথ্যাচার করে তবে তাকেও ছাড় দিলে হবে না বরং বিশ্বকে তার বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।”

যে সুকি ১৫ বছর সেনাবাহিনীর দ্বারা গৃহবন্ধী ছিলেন অথচ তিনি এখন ২০১৭ সালের গণহত্যাকে সেনা অভিযানের ফলে দুর্ভাগ্যজনক ঘটনা বলে পার পাওয়ার চেষ্টা করছে।

তবে গাম্বিয়া তাদের শুনানিতে গণহত্যা এখনো চলছে বলে দাবি করে তা বন্ধ করতে আদালতকে দ্রুত অন্তবর্তীকালীন পদক্ষেপ নেয়ার দাবি জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App