×

জাতীয়

সিসি ক্যামেরার আওতায় শুনানি কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০২:০৫ এএম

সিসি ক্যামেরার আওতায় শুনানি কার্যক্রম

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‍উচ্চ আদালতের এজলাস কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় বুধবার (১১ ডিসেম্বর) বিচারকার্য শুরু করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এর আগের দিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) আপিল বিভাগে ৮টি সিসি ক্যামেরা বসানো হয়। এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতেই এসব সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

এর আগে ৫ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও নজিরবিহীন হৈ হট্টগোল করেন। এতে সেদিনের আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়।

তবে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার জামিনের ওপর শুনানি শুরু হচ্ছে। পুরো শুনানি কার্যক্রম থাকছে সিসি ক্যামেরার আওতায়।

গত ৫ ডিসেম্বর অপ্রীতিকর পরিস্থিতির প্রেক্ষিতে ৮ ডিসেম্বর আইনজীবী রাশিদা চৌধুরী নিলু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রারদ্বয়কে একটি আইনি নোটিশ পাঠান। ওই নোটিশ অনুযায়ী, কোর্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে তাদের পদক্ষেপ নিতে বলা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App