×

জাতীয়

শুনানি শেষ, আদেশের অপেক্ষায় আইনজীবীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০১:১৩ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন আদেশের অপেক্ষায় আছেন আইনজীবীরা।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনের বিষয়ে শুনানির পর বিরতিতে গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিরতিতে শেষে আবার শুনানি কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বক্তব্য উপস্থাপন করছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, খালেদা জিয়া ভালো আছেন, শুধু পায়ের সিরায় একটু ব্যথা আছে। এটা তার পুরনো রোগ। এরপর শুনানি শুরু করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়। খালেদার স্বাস্থ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সুপ্রিম কোর্ট এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App