×

শিক্ষা

‘শিক্ষকদের কোচিং করানোর মানসিকতা পরিহার করতে হবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৯ পিএম

‘শিক্ষকদের কোচিং করানোর মানসিকতা পরিহার করতে হবে’
‘কোচিংয়ে কার ছাত্রছাত্রী কত বেশি তা নিয়ে প্রতিযোগিতা করা শিক্ষকদের জন্য সম্মানজনক নয়। কোচিংয়ের কারনে শিক্ষকদের গৌরব হারিয়ে যেতে বসেছে।শিক্ষকদের কোচিং করানোর মানসিকতা পরিহার করতে হবে।’ বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের রূপনগরে মণিপুর স্কুল ও কলেজের কলেজ শাখায় Effective English Language Teaching শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোচিংয়ের প্রভাবে শিক্ষকগণ ক্লাসে পূর্ণ মনোযোগ সহকারে পাঠদান করতে ব্যর্থ হচ্ছেন। ক্লাসে আকর্ষণীয় ও প্রাণবন্ত ভঙ্গিতে ক্লাস নিলে শিক্ষার্থীরা ক্লাস করে আনন্দ সহকারে দ্রুত বিষয়বস্তু আত্মস্থ করতে পারে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস আয়োজিত দুই দিনব্যাপী এই কর্মশালায় ভারতের দিল্লি হতে আগত প্রশিক্ষক প্রিয়াঙ্কা মুখার্জি রিসোর্স পারসন হিসেবে ইংরেজি শিক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোকপাত করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App