×

খেলা

লেবুচানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অজিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ পিএম

লেবুচানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অজিরা

PERTH, AUSTRALIA - DECEMBER 12: Marnus Labuschagne of Australia celebrates scoring a century during day one of the First Test match between Australia and New Zealand at Optus Stadium on December 12, 2019 in Perth, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

দিবা-রাত্রির টেস্ট মানেই যেন অস্ট্রেলিয়ার দাপট। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন সেটিকে আবার প্রমাণ করল অজিরা। ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় দুদল। সিরিজের প্রথম ম্যাচটি হচ্ছে গোলাপি বলে। গোলাপি বলে অন্য দলগুলো বলতে গেলে যেখানে দাঁড়াতেই পারে না সেখানে অনায়াসে খেলে অজিরা। গতকালও তার ব্যতিক্রম হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ২৪৮ রান করে শেষ করেছে তারা। গতকাল অজিদের হয়ে সেঞ্চুরি তুলে নেন মার্নাস লেবুচানে। তিনি ১১০ রান করে এখনো অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ২০ রান করে অপরাজিত রয়েছেন ট্রেভিস হেড। বৃহস্পতিবার সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে টানা ৩ ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন লেবুচানে। কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের ২টি ম্যাচেই সেঞ্চুরি দেখা পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে অবশ্য লেবুচানের সঙ্গে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ওয়ার্নার গতকাল ৪৩ রান করেই আউট হয়ে যান। গতকাল অজিদের ৪টি উইকেটের মধ্যে ২টি তুলে নেন নিল ওয়েগনার। আর একটি করে উইকেট শিকার করেন টিম সাউদি ও কলিন দি গ্র্যান্ডহোম। এদিকে বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান এনে দেন ২ ওপেনার ডেভিড ওয়ার্নার ও জো বার্নস। জো আউট হন ৯ রানে। এরপর দলীয় ৭৫ রানে ফিরে যান ওয়ার্নারও। দ্রুত ২ ওপেনার বিদায় নিলে স্মিথকে নিয়ে ১৩২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন লেবুচানে। ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেন স্টিভ স্মিথ। স্মিথ বিদায় নেয়ার পর ১২ রান করে দ্রুত বিদায় নেন ম্যাথু ওয়েড। তবে দ্রুত ২টি উইকেট হারালেও সেটি আবার ট্রাভিস হেডকে নিয়ে সামলিয়ে ওঠার চেষ্টা করেন লেবুচানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App