×

সারাদেশ

মুজিব হত্যার প্রতিবাদকারী তিন বন্ধুর গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৩:৫২ পিএম

মুজিব হত্যার প্রতিবাদকারী তিন বন্ধুর গল্প
পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ করায় নাটোরের গুরুদাসপুরে তিন বন্ধুকে দুই বছর ডিটেনশন ও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল। ওই সময় তাদের পক্ষে কথা বলারও কেউ ছিল না। মুজিব হত্যার ৪৩ বছর কেটে গেলেও তাদের খোঁজ নেয়নি কেউ। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর সেই তিনবন্ধুকে ডেকে তাদের জীবনে ঘটে যাওয়া গল্প গুলো শুনলেন ইউএনও তমাল হোসেন এবং শোনালেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের। সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান মেলার সমাপনি অনুষ্ঠানে উপস্থিত নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে তিনবন্ধুর ইতিহাস তুলে ধরার সুযোগ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তমাল হোসেন। তাদের ওই করুন ইতিহাস শোনার মুহুর্তে নীরবে অনেকের চোখের জল ফেলেন। ছাত্রলীগের ঘনিষ্ঠ এ তিনবন্ধু প্রবীর কুমার বর্মন, নির্মল কর্মকার ও অশোক কুমার পালকে ১৯৭৫ সালে “রক্তের বদলে রক্ত চাই, মুজিব হত্যার বিচার চাই” স্লোগানে পোস্টারিং ও লিফলেট বিতরণ করার অপরাধে আটক করে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। টানা ২৯ মাস কারাভোগের পর ১৯৭৭ সালে তাদের মুক্তি দেয়া হয়। তারা বলেন, সে সময় অন্যায়ভাবে আটক করে তাদের জীবনকে বিপন্ন করে তোলা হয়। জীবনের সোনালী সময়ে গড়তে দেয়া হয়নি তাদের উজ্জ্বল ভবিষ্যত। জেল থেকে মুক্তির পরও তারা ভয়ে ভয়ে থাকতেন। কখন জানি তাদের গ্রেপ্তার করা হয়। গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে পরিবার পরিজন নিয়ে ওই তিন বন্ধুর বসবাস। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, তাদের জীবন চলছে সীমাহীন কষ্টের মধ্য দিয়ে। ইউএনও তমাল হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়া নির্যাতিত তিনবন্ধুর কথা কখনও কেউ বলেনি। খোঁজ নিয়ে জানার পরপরই তাদেরকে ডেকে তাদের জীবনের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা শুনেছি। তাদের সার্বিক সমস্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হবে সম্মাননা স্মারক। এবং “চেতনায় বঙ্গবন্ধু ও ৭১” এর অনুষ্ঠানগুলোতে তাদের তিনবন্ধুকে উপস্থাপন করা হবে এবং দুঃসময়ে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে নির্যাতিত হওয়ার গল্পও তাদের শোনানো হবে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর সেই তিনবন্ধুকে ডেকে তাদের এক বন্ধু অশোক কুমার পালকে স্থানীয় সাংসদ নাটোর জেলা আ-লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস গুরুদাসপুর পৌরসভার ৫ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। এবং বাকি দুই বন্ধুকে দেয়া হবে পৌর আ-লীগের পদ। গতকাল বুধবার উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় পৌর আ-লীগের ৯টি ওয়ার্ড কমিটি গঠন। সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় সাংসদ অশোক কুমার পালকে ওয়ার্ড আ-লীগের সভাপতির পদে নির্বাচিত করেন। এসময় ওই সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, পৌর আ-লীগের সহ-সভাপতি বাবু রাজ কুমার কাশি, পৌর আ-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, জেলা আওয়ামী লীগের সদস্য রবিউল করিম ফকির, আব্দুর রহিম মোল্লা, ছাত্রলীগ নেতা আকরাম হোসেনসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App