×

অর্থনীতি

‘ব্যবসায় প্রতিযোগিতা করলে করলে অবস্থা সিটিসেলের মত হবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০১:২৬ পিএম

‘ব্যবসায় প্রতিযোগিতা করলে করলে অবস্থা সিটিসেলের মত হবে’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, “প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা এগোলে, ব্যবসা টিকে থাকে। যারা প্রতিযোগিতায় না আসবে তাদের অবস্থা সিটিসেলের মত হবে।” বৃহস্পতিবার(১২ডিসেম্বর) রাজধানীর টিসিবি মিলনায়তনে 'ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিয়োগিতা নিশ্চিতকরণ' শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য(সিনিয়র সচিব) ড. শামসুল আলম,বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এবং এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব জনসাধারণের অধিকার ফিরিয়ে দেয়া। তাদের সচেতন করা। ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা থাকলে পন্যের ন্যায্য মূল্য থাকবে। নতুন করে উদ্যোক্তা সৃষ্টি হবে। বাজার স্থিতীশীল থাকবে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মফিজুল ইসলাম বলেন, ২০১৮ সালে পেঁয়াজ ও চালের বাজার অস্থিরতা সৃষ্টি নিয়ে কাজ করছি। এ বছর পেঁয়াজ নিয়ে যোগসাজসে কৃত্তিমভাবে সংকট তৈরি ও কারসাজি হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, বিশ্বের ১৩০ দেশে প্রতিযোগতা কমিশন রয়েছে। কমিশন সঠিকভাবে কাজ করতে পারলে দেশের জিডিপিতে ২-৩শতাংশ অবদান রাখতে পারবে। জিনিসের দাম ৩০ দাম কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App