×

অপরাধ

বালিশকাণ্ডের ঘটনায় প্রকৌশলীসহ গ্রেপ্তার ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৪:০৮ পিএম

বালিশকাণ্ডের ঘটনায় প্রকৌশলীসহ গ্রেপ্তার ১৩

বালিশকাণ্ডের ঘটনায় গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম।

বালিশ কাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ১৩ জন হলেন– পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মোহাম্মদ আবু সাঈদ, মো. জাহিদুল কবির, মো. শফিকুল ইসলাম ও মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন, আহমেদ সাজ্জাদ খান, সহকারী প্রকৌশলী মো. তারেক খান ও মো. আমিনুল ইসলাম এবং ঠিকাদার আসিফ হোসেন ও শাহাদাত হোসেন।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ‌্যুৎ প্রকল্পে দীর্ঘ অনুসন্ধান শেষে দুর্নীতির অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App