×

জাতীয়

আবারো আইনজীবীদের বিতণ্ডা, হট্টগোল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩ এএম

আবারো আইনজীবীদের বিতণ্ডা, হট্টগোল
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শুরুর আগেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কোর্টের আপিল বিভাগে জামিন শুনানির কার্যক্রম শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে। জামিন শুনানিকে কেন্দ্র করে এজলাস কক্ষে  দু’পক্ষের আইনজীবীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এ নিয়ে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আদালত চত্বরে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রবেশ করতে গেলে আওয়ামী লীগ পক্ষের আইনজীবীদের সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয়। এর আগে গত ৫ ডিসেম্বর আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ চিকিৎসা প্রতিবেদন দিতে না পারায় এজলাস তুমুল হট্টগোল শুরু হয়। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ ছয়জন বিচারক এজলাস ছেড়ে উঠে যান। পরে ছয় দিন সময় দিয়ে ১২ ডিসেম্বর আদেশ দেয়ার দিন ঠিক করেন আদালত। তার আগে ১১ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। হাইকোর্টের সেই নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মিডেকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে পৌঁছেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App