×

জাতীয়

পাটকল শ্রমিকের মৃত্যুতে ফ্রন্টের ক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৮:২১ পিএম

পাটকল শ্রমিকের মৃত্যুতে ফ্রন্টের ক্ষোভ

অনশনরত পাটকল শ্রমিক আব্দুস সাত্তার এর মৃত্যুতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। অবিলম্বে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা মেনে নেবার দাবিও জানিয়েছে ফ্রন্ট।

বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে অনশনরত প্লাটিনাম জুট মিলের ১ নং ইউনিটের হোসিয়ান শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, ব্যাক্তিমালিকানাধীন পাটকল সমুহে শ্রমিক শোষণ নির্বিঘ্নে করতে রাষ্ট্রায়ত্ব পাটকলসমুহ বন্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই রাষ্ট্রায়ত্ব পাটকল গুলির শ্রমিকদের মজুরি বকেয়া রেখে সংকট সৃষ্টি করা হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে অনিচ্ছুক রাষ্ট্রের কর্তাব্যাক্তিরা এই মৃত্যুর জন্য দায়ি বলে মন্তব্য করেন। নেতৃবৃন্দ, অবিলম্বে অনশনরত শ্রমিকদের ১১ দফা মেনে নেওয়ার এবং নিহত শ্রমিকের পরিবার কে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপুরণ প্রদানের আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App