×

পুরনো খবর

কৃষক বাচঁলে দেশ বাচঁবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৯ পিএম

কৃষক বাচঁলে দেশ বাচঁবে
কৃষক বাচঁলে দেশ বাচঁবে এই চিন্তা করেই কাজ করছেন বর্তমান সরকার। কৃষকদের প্রাধান্য দিতেই সরকার এই লোটারীর চিন্তা করেছেন। আপনারা দেখবেন ফরিয়ারা যাতে কোন ভাবে সুযোগ নিতে না পারে। আমার কৃষক ভায়েরা তাদের নাম লোটারীতে উঠলেই তারা নিজে গুদামে এসে ধান ঢুকিয়ে লাভবান হবে। এটাই সরকারের সফলতা বলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবং ফিতা কেটে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত প্রকৃত কৃষকের নিকট হতে ধান ক্রয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মজাহারুল হক প্রধান। পঞ্চগড়ের আটোয়ারী ফকিরগঞ্জ খাদ্য গুদামে গত মঙ্গলবার দুপুরে সরকারী ভাবে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, অন্যানের মধ্যে রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জেসমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী সহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলার ৬ ইউনিয়নের লোটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ২৬ টাকা দরে ১৯৯৭ মে. টন ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App