×

জাতীয়

কঠোর নিরাপত্তায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ এএম

সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তায় ভোগান্তিতে পড়েছে অন্য মামলার বিচার প্রার্থীরা। তারা আদালত চত্বরে ঢুকতে পারছেন না। কারণ আদালতে প্রবেশ করার জন্য তারা হাতে পাননি কোন পাস। ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন মামলার বিচার প্রার্থীরা। আর এ সমস্যায় পড়ার মূল কারণ কারাবন্দী খালেদা জিয়ার জামিন শুনানি। বিএনপি নেত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনের বিষয়ে শুনানির পর বিরতিতে গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়। খালেদার স্বাস্থ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার ব্লাড প্রেসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সুপ্রিম কোর্ট এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App