×

সারাদেশ

উপহার নিয়ে হাজির জেলা প্রশাসক, অবাক মুক্তিযোদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৩ পিএম

উপহার নিয়ে হাজির জেলা প্রশাসক, অবাক মুক্তিযোদ্ধা
আকস্মিকভাবে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ঘরের সামনে হাজির হয়ে যান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রশাসনের এ উর্ধ্বতন কর্মকর্তাকে কাছে পেয়ে অবাক হয়েছেন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। মহান বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শণের অংশহিসেবে দ্বিতীয়দিনের ন্যায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরী ও সদর উপজেলার দশজন মুক্তিযোদ্ধার বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক এবং কম্বল প্রদান করা হয়েছে। এবারেই প্রথম জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্ব-শরীরে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানিয়েছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরে এই প্রথম রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মকর্তা আমার দুয়ারে এসেছেন এটাই আমার কাছে পরম পাওয়া। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারাদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাঁজি রেখে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। যে কারণেই আজ আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে পারছি। মুক্তিযোদ্ধাদের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বরিশাল জেলা প্রশাসনও সর্বদা মুক্তিযোদ্ধাদের পাশে রয়েছে। বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল, আসমা জাহান সরকার, মনিরা খাতুন, সুব্রত বিশ্বাস দাস, হেলাল উদ্দিন খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App