×

পুরনো খবর

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ স্থগিতের তদন্তের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৬:১৩ পিএম

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ স্থগিতের তদন্তের নির্দেশ

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ হওয়ার কথা থাকলেও সম্প্রতি তা স্থগিত হয়েছে। কার কারসাজিতে তা স্থগিত হলো, এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর বা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কারো সম্পৃক্ততা রয়েছে কি-না তা খতিয়ে দেখে দায়দায়িত্ব নিরুপণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা জানিয়েছে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। রাশেদ খান মেননেন সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আ. ক. ম. সরওয়ার জাহান এবং কাজী কানিজ সুলতানা।

বৈঠকে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের কথা থাকলেও তা কেন স্থগিত হলো এনিয়ে আলোচনা করা হয়েছে।পাশাপাশি স্থগিত পরীক্ষা দ্রুত নিয়ে বেকারদের কর্মসংস্থানের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কিমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App