×

আন্তর্জাতিক

আসামে কারফিউ ভেঙ্গে বিক্ষোভ, গুলিতে নিহত ৩

Icon

nakib

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৯ পিএম

আসামে কারফিউ ভেঙ্গে বিক্ষোভ, গুলিতে নিহত ৩
আসামে কারফিউ ভেঙ্গে বিক্ষোভ, গুলিতে নিহত ৩
ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে আসামে গতকাল কারফিউ জারি করা হয়। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় গুহাটিতে কারফিউ ভঙ্গ করে জনতা রাস্তায় নেমে আমলে পুলিশ গুলি চালায়। এতে তিনজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে বলে জানায় ভারতের এনডি টিভি। হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সরকার ১০ জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় যার মেয়াদ আরো ৪৮ ঘন্টা বৃদ্ধি করা হয়। আরো ৪টি স্থানে সেনা মোতায়ন করা হয় যেসব এলাকায় পুলিশের সাথে জনতার সংঘর্ষ হয়েছিল। সহিংসতা বাড়ার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ইউনিয়ন মন্ত্রীর ওপরও হামলা করা হয়। সকাল ১১ টায় গুহাটিতে আসামের সকল সকল ছাত্র সংগঠনগুলো বিক্ষোভের ঘোষণা দেয়। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ করার আহ্বান জানায়।  সেনা মোতায়েন থাকওেরও রাজ্যের বিভিন্ন বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App