×

পুরনো খবর

আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ, উত্তেজনা (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০১:৪১ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন খারিজ করে রায় দেয়ার পর  আদালতে চলছে বিএনপি-আ.লীগের পাল্টা-পাল্টি বিক্ষোভ। আদালত ভবনের ভিতরে খালেদা জিয়ার জামিন না হওয়ায় বিক্ষোভ মিছিল করছে বিএনপিপন্থী আইনজীবীরা।

অন্যদিকে ভবনের গেটে আওয়ামীপন্থী আইনজীবীরাও পাল্টা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ আর স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আদালত চত্বরে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ  দুই পক্ষের আইনজীবীদের শুনানির পর জামিন খারিজ করে দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, জামিন আবেদনের ওপর শুনানি শেষ।  বেঞ্চের মতামতের ভিত্তিতে পর্যবেক্ষণ করে এ রায় দেয়া হয়। এ সময় মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার নির্দেশ দেন উচ্চ আদালত।

রায় ঘোষণার পরই দুই পক্ষের আইনজীবীর মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দেন। একই সঙ্গে বিক্ষোভ মিছিল করেন তারা। পুলিশ পাহারায় আছে পুরো হাইকোর্ট চত্বর। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো রাজধানীতে।

https://www.youtube.com/watch?v=NTMTs9vqLpw

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App