×

সারাদেশ

আদালতের নির্দেশেও বরিশাল বেতারে ঢুকতে পারছেন না শিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ পিএম

আদালতের নির্দেশেও বরিশাল বেতারে ঢুকতে পারছেন না শিল্পীরা
উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে বাংলাদেশ বরিশাল বেতার কেন্দ্রের ১৫ থেকে ২০ বছর যাবত কর্মরত অনিয়মিত শিল্পীসহ বিভিন্ন পদে কর্মরত বরিশালের আটজনসহ সারাদেশের ৮০জনকে কোন কারন ছাড়াই মৌখিকভাবে চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) বেলা এগারোটায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাকরিচ্যুতরা উচ্চ আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে তাদের পূর্ণবহাল করার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চাকরিচ্যুত মোঃ মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাকসুদা বেগম, জাহানারা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, মাইনুল ইসলাম ও তরুন কুমার বাছার। সংবাদ সম্মেলনে মাকসুদা বেগম কান্নাজড়িত কন্ঠে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমরা দীর্ঘবছর যাবত চাকরি করে আসছি। তারপরেও কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে রহস্যজনকভাবে আমাদের এড়িয়ে গিয়ে অসংখ্যবার বিজ্ঞপ্তির মাধ্যমে বাহিরের অদক্ষ লোককে নিয়োগ প্রদান করেছেন। এ কারণেই চলতি বছরের ৪ ফেব্রয়ারি আমাদের দীর্ঘদিনের চাকরি স্থায়ী করণের জন্য মহামান্য উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করি। ২৪ ফেব্রয়ারি উচ্চ আদালতের বিচারক এফআরএম নাজমুল আহসান ও বিচারক কেএম কামরুল কাদের রিটের শুনানি শেষে এক আদেশ জারি করেন। ওই আদেশে উল্লেখ করা হয় মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত পিটিশনারদের কোনভাবেই চাকরিচ্যুত করা যাবেনা। একইসাথে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বেতার সদর দপ্তর বরাবর চলতি বছরের ৩ মার্চ অপর আদেশে পিটিশনকারীদের চাকরিচ্যুত না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। তার পরেও গত ৩ ডিসেম্বর বরিশাল বেতারের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক আনসার উদ্দিন মৌখিকভাবে জানান আপনাদের চাকরি নেই, তাই আগামীকাল থেকে কেহ অফিসে আসবেন না। এমনকি বর্তমানে আমাদেরকে ভিতরে প্রবেশ করতেও বাঁধা প্রদান করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতারের সকল শিল্পী ও কলা কুশলীদের চাকরি রাজস্ব করণের ঘোষণা করেছিলেন। তারপরেও বেতার কর্তৃপক্ষ অনিয়মিত শিল্পীদের বাদ দিয়ে শুধুমাত্র নিজস্ব শিল্পীদের চাকরি রাজস্ব করেন। তাই উচ্চ আদালতসহ প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য চাকরিচুত্যরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন। এ ব্যাপারে বরিশাল বেতারের অতিরিক্ত পরিচালক আনসার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। পরে বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) নারায়ন চন্দ্র শীলের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মন্ত্রণালয়ে ব্যস্ত থাকার অযুহাতে ফোনের লাইন বিচ্ছিন্ন করে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App