×

জাতীয়

আদালতের ওপর আমাদের হস্তক্ষেপ নাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:৪২ পিএম

আদালতের ওপর আমাদের হস্তক্ষেপ নাই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা যদি রাজনৈতিক হত, তাহলে সরকার তাকে মুক্তি দিত। তিনি এতিমের টাকা চুরির দায়ে করা মামলায় সাজাপ্রাপ্ত আসামী হয়ে জেলে আছেন। এ মামলা সরকার কিংবা আওয়ামী লীগ দেয়নি। তাই তার জামিনের বিষয়ে সরকারের কিছুই করার নেই। খালেদা জিয়ার জামিন হবে কি হবে না সেটা আদালতের বিষয়। সরকার তার জামিনের বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়ামে আয়োজিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা পৌনে বারোটায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শান্তির প্রতিক কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক,রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য আসলাম সওদাগর ও অধ্যাপক এমএ মতিন। জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তা শেষ হয়নি। এখনো অব্যাহত আছে। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি অপকর্ম কারীদের তালিকা করেছে। বলা যায় না কে কখন এই শুদ্ধি অভিযানের ফাঁদে পড়ে যায়। তৃণমূল পর্যায়েও এ অভিযান চলছে। আওয়ামীলীগ থেকে খারাপ লোকদের কে আমরা ঝেড়ে ফেলে দিতে চাই। খারাপ লোকের আমাদের দরকার নেই। এসময় নেতাকর্মীদের কে সতর্ক করেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামীলীগ অনুপ্রবেশকারীদের দ্বারা আক্রান্ত। এই অনুপ্রবেশকারীদের কে ঝেঁটিয়ে বের করে দিতে হবে। দলকে যারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে তারা আর যাই হোক আওয়ামী লীগের ভালো চায়না। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ওরা ঘাপটি মেরে আছে, ওদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আদালত খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছে। বিএনপি'র আইনজীবীরা এজলাস কক্ষে হট্টগোল করেছে। এতে প্রমাণ হয়েছে আসলে তারা আইন মানে না। দলীয় নেতা-কর্মীদের প্রতি হিংসা ও অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বিএম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। এ সংগঠনই নেতৃত্বের প্রতিযোগিতা' প্রতিদ্বন্দ্বীতা থাকবেই। কিন্তু কোন প্রতিহিংশা অসুস্থ প্রতিযোগিতা যেন না থাকে। নেতাদের উচিত সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করে রাজনীতি করা। এতে করে মানুষের ভালোবাসা তাদের প্রতি বেড়ে যায়। এ সময় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলার আহ্বান জানান তিনি। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে এক ঘন্টা বিরতির পর বিকেল চারটায় স্থানীয় টাউন হলে কাউন্সিলরদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. জাফর আলী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App