×

আন্তর্জাতিক

আইসিজেতে শেষ দিনের শুনানি চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৩:২১ পিএম

নেদারল্যান্ডসের হেগে ‘ইন্টারন্যাশন্যাল কোর্ট অব জাস্টিস’ (আইসিজে) এ মিয়ানমারের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় শুনানিতে যুক্তি তর্ক উপস্থাপন করছে দুপক্ষ।

এর আগে শুনানির প্রথমদিন বাদী পক্ষের বক্তব্য শোনেন আইসিজের বিচারকরা। দ্বিতীয় দিন মিয়ানমারের পক্ষে জবাব দেন অং সান সু চি। হেগে শুনানিতে তিনি  গণহত্যার অভিযোগ অস্বীকার করে মিয়ানমারের পক্ষে সাফাই তুলে ধরেন। শুনানিতে অং সান সু চি একবারও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি।

সু চি বলেন, গাম্বিয়া রাখাইন রাজ্যের অসম্পূর্ণ ও ভুল তথ্য উপস্থাপন করেছে। সেখানে গণহত্যার মতো কিছু হয়নি বলেও দাবী করেন তিনি। তবে সেখানে যে সহিসংসতা হয়েছে সে জন্য অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তাদের শাস্তি দেয়া হচ্ছে। শুনানিতে তিনি গণহত্যার অভিযোগ অস্বীকার করে মিয়ানমারের পক্ষে সাফাই তুলে ধরেন। তবে শুনানিতে তিনি একবারও রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App