×

বিনোদন

নারীদের কল্যাণে ফারজানা ছবির সংগঠন ‘অনন্যা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১০:২৬ এএম

নারীদের কল্যাণে ফারজানা ছবির সংগঠন ‘অনন্যা’
অসহায় নারীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নারীদের স্বাবলম্বী করার প্রয়াসে কাজ করছেন অভিনেত্রী ফারজানা ছবি। ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত তার এই সংগঠনটির নাম ‘অনন্যা’। সম্প্রতি বারিধারা ডিওএইচ কনভেনশন সেন্টারে ‘অনন্যা ৯৬৯৮’ এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটি সম্পর্কে ফারজানা ছবি জানালেন, ‘অনন্যা ৯৬৯৮’ হলো একই বছরে এসএসসি এবং এইচএসসি পাস করা সমবয়সী মেয়েদের একটি গ্রুপ। শুধুমাত্র সমবয়সী মেয়েদের জমায়েতের জন্য এই গ্রুপের জন্ম তা নয়, বরং সমবয়সী নারীদের জন্য একটা কমফোর্ট জোন তৈরি এবং বন্ধুত্বের সঙ্গে সঙ্গে নারীদের বিভিন্ন বিষয়ে সাহায্য করার অভিপ্রায়ে অনন্যার জন্ম। গত এক বছরে অনন্যা তার নির্ধারিত লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে মেয়েদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। ইতোমধ্যে অনন্যা নারীদের স্বাবলম্বী করার প্রয়াসে কাজ করেছে এবং অনেক নারীকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করেছে। অনন্যা নারীদের ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে কীভাবে সোচ্চার হতে হবে সেই বিষয়ে মেন্টরিংয়ের মধ্য দিয়ে নিয়মিত নারীদের সচেতন করে আসছে। অনন্যার ডাক্তার বন্ধুরা বিভিন্ন ভয়াবহ রোগের ওপর গ্রুপের নারীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। সংগঠনটির জন্ম মাত্র এক বছর হলেও এটি বেশ কিছু লক্ষ্য সামনে রেখে তাদের কাজ করে যাচ্ছে। সংগঠনটি স্বপ্ন দেখে সমবয়সী নারীদের সম্মিলিত প্রচেষ্টায় তারা গড়ে তুলবে অনন্যা ফাউন্ডেশন, মহিলা সমিতিসহ যুগোপযোগী আরো অনেক কিছু করার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App