×

সারাদেশ

নানা কর্মসূচিতে হিলি হানাদার মুক্ত দিবস পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০১:৪৮ পিএম

নানা কর্মসূচিতে হিলি হানাদার মুক্ত দিবস পালন
বর্ণাঢ্য র‌্যালি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিপি রোডে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্বসম্মুখ সমরে’ গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে সম্মুখ সমর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুল আলম মন্ডল, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমূখ। উল্লেখ্য, পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যা যজ্ঞ আর সম্ভ্রম হানির ঘটনা স্মরণ করিয়ে দেয় হিলিবাসীদের। আজকের এই দিনে “হিলি শক্র মুক্ত” হয়েছিলো। সেদিন এ অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো চরম সাহসিকতায়। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমন চালিয়েছিলো নিরীহ হিলি সীমান্তবাসীর ওপর। প্রায় এক কিলোমিটার সুড়োংগো করে সন্মুখ যুদ্ধে মেতেছিলো হানাদারেরা। হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন ৭ নং সেক্টরের ক্যাম্পেট আনোয়ারসহ ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরো ১৪শ জন। দু’দিনের তোড়ের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিলো পাক হানাদার বাহিনী। তাদের সাথে গা ঢাকা দিলো রাজাকার, আলবদর, আলসামস। আজকের এই দিনে আনন্দ উল্লাসে লাল সবুজের পাতাকা উড়িয়ে দেয় এলাকাবাসী। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় মিত্র বাহিনীসহ সকল শহীদদের স্বরনে এখানে নির্মান করা হয়েছে স্মৃতিস্তভম্ভ “সন্মুখ সমর”। প্রতিবছরের ন্যায় শহীদদের আত্মারপ্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App