×

সারাদেশ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ এএম

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা জয়দবেপুর সড়ক অবরোধ করেছে একই মালিনাধীন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কের চান্দনা চৌরাস্তা থেকে জয়দবেপুরের শীববাড়ি মোড় র্পযন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার(১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার সামনে শ্রমিকরা ওই সড়কটি অবরোধ করে রাখে। পুলিশ ও শ্রমিকরা জানায়, একই মালকিানাধীন ষ্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওর্য়ানস বাংলাদশে লিমিটেড কারখানা দুটি শ্রমিকদের গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বার বার সময় দিয়েও বেতন পরিশোধ করতে পারেন নি। পরে মঙ্গলবার দুপুরে সোয়া একটার দিকে প্রথম দফায় শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষে কারখানার সামনে সড়কে অবস্থান নেয় এবং সড়কে অবরোধ সৃষ্টি কর। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ এবং কারখানা মালিক ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সন্ধ্যা ৭ টার দিকে সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূইয়া এমপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থলে এসে তাদের বুঝিয়ে ও দাবি পূরণের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শ্রমিকেরা। কিন্তু সকালে তাদের দাবি দাওয়া পূরণ না হওয়ায় ফের সকাল সাড়ে ৮ টার দিকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। সদর থানার ওসি আলমগীর হোসনে জানান, শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। https://www.youtube.com/watch?v=nRIwv63046s

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App