×

আন্তর্জাতিক

মিয়ানমারের সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Icon

nakib

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৩ পিএম

মিয়ানমারের সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে চলমান বিচারের মাঝেই দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র সরকার। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র সরকার মিয়ানমারের সেনা প্রধান মিন আন হেলিংসহ তিনজন উচ্চপদস্থ সেনা কমান্ডরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন সেক্রেটারী এক সংবাদ বিবৃতিতে জানায় যে, ”মার্কিন যুক্তরাষ্ট্র নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন, কিডন্যাপ করা, যৌন নির্যাতন, হত্যা কিংবা বর্বরতা সহ্য করবে না “। এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যাক্তির নামে যুক্তরাষ্ট্রে কোন সম্পদ থাকলে তা আটকে যাবে এবং মার্কিন নাগরিকরা এসব ব্যক্তির সাথে কোন ধরনের ব্যবসা করতে পারবে না। খুব বেশী প্রভাব না থাকলেও এটা মিয়ানমারের জন্য একটি বার্তা বহন করবে আর সামনে দেশটি আরো নিষেধাজ্ঞার কবলে পরতে পারে। মানবাধিকার সংস্থা এইচআর ডব্লিউর এশিয়া পরিচালক জন সিফটন এ নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে তবে খুব বেশি দেরি করে এটা আরোপ করা হয়েছে বলেও অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা না দেয়ার চেয়ে দেরিতে দেয়াও ভালো। মিয়ানমারের বিরুদ্ধে শুনানি চলাকালীন সময়ে এ নিষেধাজ্ঞা দেশটির জন্য কূটনৈতিক চাপ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সম্প্রতি দেশটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সফর নিয়ে সমালোচনা করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন দেশের ২২ বিশিষ্ট নাগরিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App