×

জাতীয়

ইভিএমে ঢাকার দুই সিটির ভোট জানুয়ারির শেষে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৯ পিএম

ইভিএমে ঢাকার দুই সিটির ভোট জানুয়ারির শেষে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। সেই সঙ্গে আরো জানিয়েছেন, আসছে জানুয়ারি মাসের শেষ সপ্তায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দুই সিটির ভোটগ্রহণ হবে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কমিশন সভা শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব। তবে ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও দিন-তারিখ ঠিক হয়নি। ইসি সচিব আশা করছেন, আগামী ইসি সভায় বিষয়টি চূড়ান্ত হবে। আর তারপরেই তফসিল ঘোষণা করা হবে। সচিব জানান, ইভিএমে ভোট করতে হলে কেন্দ্র, ভোটার সংখ্যা, বুথ সংখ্যা বিবেচনায় নিতে হবে। ইভিএমে কতখানি প্রস্তুতি আছে, আর কতখানি প্রয়োজন সেগুলো হিসাবে নিয়েই নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। কমিশন সভায় আলোচনার বিষয়ে ইসি সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন ২০১৯-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটা এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবেদন মুদ্রণের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে প্রামাণ্যচিত্রও হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App