×

জাতীয়

অ্যাপসে বিমানের টিকেটে কিনলে ১০ শতাংশ ছাড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৭ পিএম

মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুযোগ পাবেন যাত্রীরা। এ অফার পেতে টিকিট কাটার সময় যাত্রীদের ইংরেজিতে বড় হরফে বিজয়৭১ লিখে প্রোমোকোড হিসেবে ব্যবহার করতে হবে। বুধবার (১১ ডিসেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, টিকিট কেনা সহজ, গতিশীল ও যাত্রা নির্বিঘ্ন করতে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’ নামে মোবাইল অ্যাপস চালু করা হয়েছে।

এটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল অ্যাপস। এই অ্যাপস ব্যবহার করে নিজের মোবাইল থেকেই বিমানের সব গন্তব্যের টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য পরিশোধ করা যাবে বিকাশ, রকেটসহ যেকোনো ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে। এই অ্যাপসের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট ও রিফান্ড হেল্প ডেস্ক এবং টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্যও জানতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App