×

অর্থনীতি

সব ব্যবসায়ীকে আনা হবে ভ্যাটের আওতায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:১৬ পিএম

সব ব্যবসায়ীকে আনা হবে ভ্যাটের আওতায়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের দেশে ব্যবসায়ীদের সংখ্যা কম নয়। কিন্তু এখনো সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়নি। আমাদের কর্মকর্তারা যেমন চেষ্টা করছেন তেমনি সব ব্যবসায়ীদেরও খেয়াল রাখতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে এনবিআরের সামনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধনকালে এসব বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রেজিস্ট্রেশন ও পরিশোধের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের জিডিপির গ্রোথ ভালো। এটা ধরে রাখতে হবে। জিডিপি গ্রোথের সঙ্গে রাজস্বর গ্রোথ না হলে আমাদের প্রকল্পগুলো নিজস্ব অর্থায়নে চালানো কষ্টসাধ্য হবে। দেশের স্বার্থই সবার আগে দেখতে হবে।

মোশাররফ হোসেন বলেন, অক্টোবর মাস পর্যন্ত ভ্যাটের প্রবৃদ্ধি ৯ শতাংশ। আমাদের এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হওয়া প্রয়োজন ছিল। নানা কারণে আমাদের প্রথম দিকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। আমরা মনে করি, শিগগিরই এর উন্নতি হবে। কারণ আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে শীর্ষে ভ্যাট। গত বছর ভ্যাট ছিল মোট রাজস্বের ৩৯ শতাংশ। নতুন ভ্যাট আইন যেহেতু বাস্তবায়ন হচ্ছে সেজন্য এর অবদান আরো বৃদ্ধি পাওয়া উচিত। ভ্যাট পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।

পরবর্তীতে ভ্যাট দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি এনবিআরের সামনে থেকে রাজমণি সিনেমা হল হয়ে মৎস্য ভবন গিয়ে শেষ হয়। এতে সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, মেহেরীন, অভিনেতা মোশাররফ করিম, ফজলুর রহমান বাবুসহ শোবিজ অঙ্গনের অনেক শিল্পী উপস্থিত ছিলেন।

ভ্যাট দেয়ার বিষয়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতিবছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। এবারের ভ‌্যাট দিবসের স্লোগান ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App