×

সারাদেশ

রুহিয়ায় কৃষকের কার্ডে নজর সিন্ডিকেট পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:৪৫ পিএম

রুহিয়ায় কৃষকের কার্ডে নজর সিন্ডিকেট পার্টির
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চাষির কৃষি কার্ড হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে সিন্ডিকেট পার্টির সদস‌্যরা। রুহিয়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু হতে না হতেই একটি দালালচক্র উপজেলা প্রশাসন কর্তৃক লটারীতে ভাগ‌্যবান কৃষকদের তালিকা মোতাবেক বিভিন্ন প্রলোভন দেখিয়ে কার্ডগুলি হাতিয়ে নিতে গোপনে কাজ করে যাচ্ছে। এর সুফল শেষ পর্যন্ত কৃষক পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও খাদ‌্যগুদামের এবং ব‌্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের শক্ত অবস্হান বলে দেয় এবার সিন্ডিকেটের সদস‌্যদের পদে পদে হোঁচট খেতে হবে। কারণ প্রশাসনের কড়া নির্দেশ রয়েছে সরাসরি ভাগ‌্যবান কৃষকের নিকট আমন ধান সংগ্রহ করা এবং সেই মোতাবেক সর্বোচ্চ ১০ দিনের মধ‌্যে বিল পেমেন্ট করা। এবারে রুহিয়ায় লটারিতে প্রাপ্ত ৯৮২ জন কৃষক ৯৮২ মেট্রিক টন ধান প্রদান করতে পারবেন। অর্থাৎ প্রত‌্যেক কৃষক ১ মেট্রিক টন করে বরাদ্দ পেয়েছেন। রুহিয়া খাদ‌্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) নাঈম আহমেদ বলেন, এখন পর্যন্ত সরকারি বিধি মোতাবেক ১ জন কৃষক ১ মেট্রিক টন ধান সরবরাহ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App