×

বিনোদন

বাড়ি ফিরেছেন লতা মুঙ্গেশকর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:৫৮ পিএম

বাড়ি ফিরেছেন লতা মুঙ্গেশকর
মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ২৮ দিন চিকিৎসা নেয়ার পর গত ৮ ডিসেম্বর বাড়ি ফিরেছেন নাইটেঙ্গেল খ্যাত কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর। নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণের কারণে গত ১১ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন পরিবারের সদস্যরা। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লতা লিখেছেন, ‘নমস্কার। গত ২৮ দিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। আমি নিউমোনিয়ায় ভুগেছি। এ কারণে চিকিৎসকরা চেয়েছিলেন, আমি হাসপাতালে অবস্থান করি। পুরোপুরি সুস্থ হলেই কেবল ঘরে ফেরার পরামর্শ দিয়েছেন তারা। আজ মা ও বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরেছি।’ লতা মঙ্গেশকরের বাড়ি ফেরা ও সুস্থতার খবরে ভক্ত-অনুরাগী ও বন্ধুরা সবাই খুব খুশি। ভক্তরাও টুইটারে আবেগঘন মন্তব্য করছেন। একজন লিখেছেন, আপনি ভালো আছেন জেনে খুুুুুশি হলাম। হাজার বছর বেঁচে থাকুন। আরেকজন লতা মঙ্গেশকরকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনার সব চিকিৎসককে অভিনন্দন জানাই। আপনার সুখী ও স্বাভাবিক জীবন কামনা করি। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই কিংবদন্তি এই বছর সেপ্টেম্বরে ৯০ বছরে পা রাখেন। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App