×

সারাদেশ

প্রবাসীর স্ত্রী ৩ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১২:০৪ পিএম

প্রবাসীর স্ত্রী ৩ দিনের রিমান্ডে
বরিশালের বানারীপাড়ায় পরকীয়া প্রেমের জেরে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুকে (৩২) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার(৯ ডিসেম্বর) বিকেলে মিশরাত জাহান মিশুকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বানারীপাড়া) আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পাল ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে মিশুকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মিশু হত্যাকান্ডের শিকার মরিয়মের (৭৫) বড় ছেলে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী। বানারীপাড়া থানার জিআরও শাম্মী আক্তার সাথি জানান, ট্রিপল ওই হত্যার ঘটনায় প্রধান আসামি রাজমিস্ত্রি জাকির হোসেনের স্বীকারোক্তিমূলক জবান বন্দি শোনার পর রোববার রাতে মিশরাত জাহান মিশুকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুই আসামি নির্মাণ শ্রমিক জাকির হোসেন (৪০) ও জুয়েল হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের কুয়েত প্রবাসী হাফেজ আ. রবের মা মরিয়ম বেগম(৭৫), ভগ্নিপতি শফিকুল আলম(৬৫) ও খালাতো ভাই ইউসুফকে(২২) শুক্রবার রাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মরিয়ম বেগমের ছোট ছেলে ঢাকায় এনআরবি ব্যাংকের কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App