×

সারাদেশ

প্রফুল­ চাকীর জন্মদিন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:১৫ পিএম

প্রফুল­ চাকীর জন্মদিন আজ
প্রফুল­ চাকীর জন্মদিন আজ
আজ বিট্রিশ বিরোধী আন্দোলনে প্রথম শহীদ বাঙালী বীর প্রফুল­ চাকীর ১৩১ তম জন্মদিন। ১৮৮৮ সালের ১০ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে জন্ম নেন প্রফুল­ চাকী। তারপর জীবনের ১৯টি বসন্ত পেরিয়ে ২০তম বসন্তের আগেই দেশমাতৃকার টানে নিজের জীবনকে উৎসর্গ করেন তিনি। প্রফুল­ চাকীর পিতা রাজনারায়ন বসু ছিলেন বগুড়া নওয়াব পরিবারের কর্মচারী। ছাত্রজীবনে তিনি বিপ্লবীদের দলের নাম লেখান। ১৯০৮ সালের ৩০ এপ্রিল কলকাতায় বিট্রিশ লাট কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে প্রফুল­ চাকী ও ক্ষুদিরাম বসু বোমা নিক্ষেপ করেন। কিন্তু সে সময় তিনি গাড়িতে ছিলেন না। ১৯০৮ সালের ২ মে পুলিশের হাতে আটক না হয়ে নিজের জীবন দিয়েই বাকি বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করেন তিনি। তার জন্মদিন উপলক্ষ্যে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে শহীদ প্রফুল­ চাকী স্মৃতি সংসদের উদ্যোগে নেয়া হয়েছে নানা কর্মসুচি। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাজু জানান, শহীদ প্রফুল­ চাকী বিট্রিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ। তার জন্মস্থান বগুড়ার শিবগঞ্জের বিহারে। এখনো তার জন্ম ভিঠে অরক্ষিত হয়ে পড়ে আছে। ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিহার গ্রামে শহীদ প্রফুল­ চাকীর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। নতুন প্রজন্ম যেন এই শহীদের কথা মনে রাখে সেজন্য আরো উদ্যোগ নেয়া প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App