×

খেলা

পাকিস্তানে টেস্ট ফেরাল শ্রীলঙ্কা

Icon

nakib

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:১৪ পিএম

পাকিস্তানে টেস্ট ফেরাল শ্রীলঙ্কা
পাকিস্তানে টেস্ট ফেরাল শ্রীলঙ্কা
পাকিস্তানের বিপক্ষে ২০০৯ সালের ৩ মার্চ দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনের খেলায় অংশ নিতে মাঠে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটারা। লঙ্কানদের বহনকারী বাসটি লাহোর স্টেডিয়ামের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গুলি শুরু হয়। আর এ ঘটনার পর পরই পাকিস্তানের মাটিতে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজা। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের অনেক চেষ্টার পর বেশ কয়েকটি টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার সেই ২০০৯ সালের পর প্রথমবারের মতো আবার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। যেই শ্রীলঙ্কার বাসের ওপর হামলা হয়েছিল সেই শ্রীলঙ্কাই আবার টেস্ট ক্রিকেট ফেরাল পাকিস্তানে। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের ঐতিহাসিক ম্যাচটি। জঙ্গি হামলার কারণে ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর পাকিস্তানের দর্শকরা বঞ্চিত হয়ে মাঠে বসে নিজ দেশের ক্রিকেটারদের খেলা দেখা থেকে। এই সময়ের মাঝে ২০১৫ সালে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। এরপর পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসলের কয়েকটি সেমিফাইনাল ও ২টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। এরপর এ বছরই ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে যায় শ্রীলঙ্কা। এবার ফিরল টেস্ট ম্যাচ। কোনো আন্তর্জাতিক দল পাকিস্তানে এখন টেস্ট সিরিজ খেলায় পরবর্তী সময় অন্যদলগুলোকে আনতে সহজ হবে পাকিস্তানের জন্য। শ্রীলঙ্কা ও পাকিস্তান এখন পর্যন্ত ৫৩টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের পাল্লাটা ভারী পাকিস্তানের দিকেই। তারা জিতেছে ১৯টি ম্যাচ। আর শ্রীলঙ্কা জিতেছে ১৬টি ম্যাচ। আর বাকি ১৮টি ম্যাচ ড্র হয়েছে। পাকিস্তান মাত্র কয়েক দিন আগেই অজিদের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে। সত্যি বলতে পারফরমেন্স নিয়ে ভাবছে না পাকিস্তানের বোর্ড। তাদের এখন একমাত্র লক্ষ্য সফর সিরিজ আয়োজন। কারণ এটি পাকিস্তানে নিয়মিতভাবে ক্রিকেট ফেরার ভাগ্যের সঙ্গে জড়িয়ে এই সিরিজ। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও এই সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ সরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App