×

সারাদেশ

নো হেলমেট নো বাইক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪ এএম

নো হেলমেট নো বাইক

নওগাঁর মহাদেবপুরে ‘নো হেলমেট নো বাইক’ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) র‌্যালি আলোচনা সভা ও সচেতনতামূলক স্টিকার এবং লিফলেট বিতরণ করা হয়েছে। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মসূচির উদ্যোগ নেয়। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে উপজেলা চত্বর থেকে কয়েকশ হেলমেট পরীহিত মোটরবাইক চালকের এক বিশাল র‌্যালি বের করা হয়। এ র‌্যালি শহরের বিভিন্ন সড়কসহ উপজেলার নওহাটার মোড় পর্যন্ত ১৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারী, পুলিশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান নো হেলমেট নো বাইক সংবলিত সচেতনতামূলক স্টিকার, লিফলেট বিতরণ করেন উপস্থিত লোকজনের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App