×

আন্তর্জাতিক

গণহত্যা বন্ধে অন্তবর্তিকালীন পদক্ষেপের দাবি গাম্বিয়ার

Icon

nakib

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬ পিএম

গণহত্যা বন্ধে অন্তবর্তিকালীন পদক্ষেপের দাবি গাম্বিয়ার
গণহত্যা বন্ধে অন্তবর্তিকালীন পদক্ষেপের দাবি গাম্বিয়ার

গাম্বিয়ার আইনমন্ত্রী আবু বকর তাম্বাদু

হেগের আন্তজাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানি শুরু হয়েছে। রোহিঙ্গা গণহত্যা মামলার শুরুতেই গাম্বিয়ার আইনমন্ত্রী আবু বকর তাম্বাদু কোর্টকে আহ্বান জানিয়েছে কোর্ট যেন মিনয়ানমারেকে গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়। প্রথমেই তিনি বলেন আমি এখানে এসেছি বিশ্ববিবেককে জাগাতে এবং বিশ্ব সম্প্রদায়ের  কন্ঠকে উচু করতে।   তিনি কোর্টকে বলেন, গাম্বিয়া চাচ্ছে কোর্ট যেন মিয়ানমারকে এ হত্যাকাণ্ড বন্ধ করতে বলে। ”চলমান বর্বর ও জগন্য এ হত্যাকাণ্ড থেকে নিজ দেশের জনগণকে রক্ষা করতে কোর্ট যেন পদক্ষেপ নেয়”। গাম্বিয়া মিয়ানমারের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড অথবা শরিরিক নির্যাতন এবং ধর্ষণ বন্ধে করতে, প্রাম ও গড়বাড়ি পুড়ানো বন্ধ করতে, সম্পদ ও পালিত পশু নষ্ট না করতে, খাদ্যসহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে রোহিঙ্গাদের বঞ্চিন না করতে পদক্ষেত নিতে আহ্বান জানায়। কোর্টের বাহিরে রোহিঙ্গা প্রতিনিধিরা ন্যায়বিচারের জন্য স্লোগান দিতে থাকে। অন্যদিকে মেনয়মারে হাজার হাজার মিয়ামারের জনতা অং সান সুচির পক্ষে র‌্যালি করে। এর আগে সুচি গাড়িবহর নিয়ে পিস পেলেসের কোর্ট প্রাঙ্গনে আসলে সেখানে অপেক্ষমান সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলেও তিনি কোন জবাব দিতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App