×

জাতীয়

কিছু বিশ্বাস করার আগে যাচাই করে নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০২:৪২ পিএম

কিছু বিশ্বাস করার আগে যাচাই করে নিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু বিশ্বাস করার আগে তা যাচাই করে নিন। নিজেদের বিবেককে কাজে লাগান। উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন-২০১৯ সমাপনী অনুষ্ঠান এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে দু'দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ড থেকে শুরু করে গুলশান হামলার মতো ঘটনাগুলো আমরা দেখলাম। পরে উঠে এলো এগুলো দেশীয় সন্ত্রাসবাদীদের কাজ। যারা দেশের উন্নয়ন চায় না। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে সবাইকে কাজ করতে হবে।

পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী কারাগারে ডির‍্যাডিকালাইজেশন অপ্রতুল রয়েছে মন্তব্য করে জানান, আমরা প্রায়ই জঙ্গি ধরে কারাগারে পাঠাচ্ছ। কিন্তু সেখানে ডির‍্যাডিকালাইজেশন কাজ এখনো তেমনভাবে করা যায়নি।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, উগ্রবাদ সর্বব্যাপী সমস্যা ও তা শান্তির প্রতিপক্ষ। তাই এই প্রতিপক্ষকে মোকাবেলা করতে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App