×

জাতীয়

সাংবাদিকতায় শুদ্ধাচারের চর্চা জরুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:১০ পিএম

সাংবাদিকতায় শুদ্ধাচারের চর্চা জরুরি

টিআইবি। ফাইল ছবি

সাংবাদিকতায় টিকে থাকতে হলে নিজেদের শুদ্ধাচারের দিকে নজর দিতে হবে। তা না হলে এই পেশা টিকে থাকবে না। সাংবাদিকতার পেশাগত দিকেও কোন উন্নতি ঘটবে না। সোমবার (৯ ডিসেম্বর) ধানমন্ডি মাইডাস ভবনের টিআইবি আয়োজিত 'অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ: প্রেক্ষিত গণমাধ্যম জবরদখল' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। টিআইবির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির পরিচালক (আউটরিচ এন্ড কমিউনিকেশন) শেখ মনজুর-ই-আলম। বক্তারা বলেন, সাংবাদিকতায় অনেক হুমকি দেওয়া হয়েছে, সংসদে তুলোধুনো করা হয়েছে তারপরেও সাংবাদিকতার থেমে নেই। অনুসন্ধানী সাংবাদিকতা বাড়ছে। এই অবস্থায় সাংবাদিকদের টিকে থাকতে হলে নিজেদের শুদ্ধাচারের দিকে নজর দিতে হবে। সব বিচারের ভার আদর্শিক জায়গা থেকে নিতে হবে। গণমাধ্যম এখন সরকার ও মালিকদের মাঝখানে পড়েছে। এতে মালিকদের কোন সমস্যা নেই, তবে সাংবাদিকতা সমস্যায় পড়েছে। তারা আরও বলেন, সরকারের পুঁজি চাপে পড়েছে সাংবাদিকতা। সাংবাদিকদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকতাকে বাঁচাতে এখন নতুন উপায় খুঁজতে হবে। যে লড়াই সামরিক শাসনের সময় করতে হয়েছে, সাংবাদিকরা এখন সেই লড়াই রাজনৈতিক শাসনের আমলেও করছে। অনুষ্ঠান শেষে অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App