×

জাতীয়

সর্বস্তরে নারীর অধিকার নিশ্চিত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ পিএম

সর্বস্তরে নারীর অধিকার নিশ্চিত করা হচ্ছে: প্রধানমন্ত্রী
সমাজের সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যখন সরকার গঠন করি, তখন নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নেই। নারীরা যেন সব জায়গায় কাজের ক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করি। তবে নারীদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বাধা পেয়েছি। আমরা সারাদেশে একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার করছি। এসব অর্থনৈতিক অঞ্চলে চাকরির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার থাকবে। সোমবার(৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। প্রধানমন্ত্রী বলেন, বেগোম রুকেয়া স্বপ্ন দেখেছিলেন নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। বেগম রোকেয়ার সেই স্বপ্ন আর বাস্তবে রূপ পেয়েছে। নারীরা আজ পিছিয়ে নেই। সব ক্ষেত্রে তারা তাদের জায়গা করে নিচ্ছে। পুরুষের সাথে কর্মক্ষেত্রে নারীরা তাদের নিজ নিজ যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। আজকের নারীর অধিকার আদায় সরকার সফল হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App