×

জাতীয়

সন্ত্রাসবাদ রুখতে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:২১ পিএম

সন্ত্রাসবাদ রুখতে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে
সকল অর্জন ও সফলতাকে সমগ্র বিশ্বে এক মূহুর্তে ম্লান করে দিতে পারে সন্ত্রাসবাদ। তাই এটিকে রুখতে সামাজিক সচেতনতাসহ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ সচেতনতা ছাড়া তা সম্ভব নয়। আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে তুলি নিরাপদ বিশ্ব। উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন-২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (৯ ডিসেম্বর) রাজধানী  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে দু'দিনব্যাপী সম্মেলনটি শুরু হয়। আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিয়া সেপ্পি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর আর মিলার। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের ভূখণ্ডকে কোনো সন্ত্রাসবাদের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। তাই সন্ত্রাসবাদকে রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সমাজের সচেতন ও দায়িত্ববান নাগরিকদের ঘুরে দাঁড়াতে হবে। গওহার রিজভী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার কয়েক বছরের মধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তা নির্মূল করেছি । এই কাজে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য ইউএস এইড ও বন্ধুপ্রতিম বাইরের দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App