×

বিনোদন

রুনা লায়লার সুরে রাহাত ফতেহ আলী খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৪ পিএম

রুনা লায়লার সুরে রাহাত ফতেহ আলী খান
সম্প্রতি সুরকার হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ নামক সিনেমায় ‘গল্প কথার ঐ’ শিরোনামের একটি গানে সুর করে সুরকার হিসেবে নাম লেখান রুনা লায়লা। এবার সুরকার হিসেবে ধারাবাহিকতা বজায় রাখতে ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের একটি গানে সুর করেছেন। রুনা লায়লার সুর করা এবং কবির বকুলের লেখা গানটি গেয়েছেন পাকিস্তান ও বলিউডের কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সুর করার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন রুনা লায়লা নিজে। গানের গল্পনির্ভর একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও আবু হুরায়রা তানভীর। আগামী ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে গানের ভিডিও প্রকাশ করা হবে। রুনা লায়লার সুরে গান গাওয়া শিল্পী জীবনের স্মরণীয় একটি ঘটনা বলে উল্লেখ করে রাহাত ফতেহ আলী খান বলেন, রুনা লায়লা শুধু বড় মাপের কণ্ঠশিল্পী নন, একইসঙ্গে তিনি বড় মাপের একজন সুরকারও। এই গানে শ্রোতারা তার প্রমাণ পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App