×

সারাদেশ

ফেনীতে আ.লীগে সংঘর্ষ, গুলিতে যুবলীগকর্মী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৬ এএম

ফেনীতে আ.লীগে সংঘর্ষ, গুলিতে যুবলীগকর্মী নিহত

ছাগলনাইয়া উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত তিনজন। আধিপত্য বিস্তারের জের ধরে বোরবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগকর্মীর নাম সিরাজুল ইসলাম (৩০)। তিনি ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকারের অনুসারী।

স্থানীয়রা জানায়, সমিতি বাজার সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক ও আওয়ামী লীগ নেতা জুলফিকার ছিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে রোববার দুপুরে দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিতে সিরাজুল গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলিতে আহতরা হলেন পারভেজ, জিহান ও শহীদ। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে বাজারের সব দোকান-পাট বন্ধ রয়েছে। পরিস্থিতি থমথমে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, কীভাবে হত্যাকাণ্ড হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App