×

সারাদেশ

গুরুদাসপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:৫৮ পিএম

গুরুদাসপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা
বিয়ের পর থেকেই রেহানা খাতুনকে সহ্য করতে হতো স্বামী-শ্বাশুরীর অমানুষিক নির্যাতন। প্রতিনিয়িত বাড়ছিল নির্যাতনের মাত্রা। শ্বশুর বাড়ির এই অত্যাচারের খড়গও দমাতে পারেনি তার মনোবল। অন্যায় অত্যাচার সহ্য করে রেহেনা বেগম তার দুই সন্তানকে সুশিক্ষিত করেছেন। তবে তিনি যে শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়েছেন এমন নির্যাতনের শিকার আর যেন কেউ না হন সে কথা ভেবে নিজের বাড়িতেই ২০০৭ সালে প্রতিষ্ঠা করেছেন ‘নারী সেবা কেন্দ্র’। এই ‘নারী সেবা কেন্দ্রে’ এসে ইউনিয়নের নারীরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। রেহেনা খাতুনের বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। তিনি একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি করছেন। এমন সাহসী উদ্যোগের ফলে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ রাখায় তাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। তার পক্ষে সনদ গ্রহণ করেন মেয়ে আয়েশা সিদ্দিকা। রোকেয়া দিবস উপলক্ষে গুরুদাসপুর মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সোমবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে রেহেনার মতো আরো ৪ জন জয়িতাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। পুষ্প রানী দাস (অর্থনৈতিক সাফল্য অর্জন), মোছা. হোসনেয়ারা (শিক্ষা ও চাকরি), মোছা. হাসিনা বেগম (সফল জননী), জরিনা বেগম (নির্যাতন বিভীষিকা মুছে ঘুরে দাড়ানো) ক্যাটাগরিতে দেওয়া হয়েছে ওই সম্মাননা। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারি কমিশনার ভূমি নাহিদ হাসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন, গুরুদাপুর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App