×

খেলা

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’তে মুগ্ধ ক্যাটরিনা-সালমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০১:০৬ এএম

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’তে মুগ্ধ ক্যাটরিনা-সালমান

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন বলিউডের দুই তারকা। বাংলায় কথা বললেন সালমান, ক্যাটরিনা দুজনেই। তারা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। দ্বৈত স্টেজ পারফরমেন্সের আগে ক্যাটরিনাই প্রথমে বলে ওঠেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এরপর বাংলাদেশকে ধন্যবাদ দেন। প্রেসিডেন্ট বক্সে বসে অনুষ্ঠান উপভোগ করা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

শেষ পারফরমেন্সের আগে সালমান আর ক্যাটরিনা বাংলায় দর্শকদের ধন্যবাদ দেন। ভালোবাসার কথা জানান। সালমান বলেন, ‘হ্যালো বাংলাদেশ, কেমন আছো। আমি তোমাদের ভালোবাসি।’ এতো দর্শক দেখে আবেগে আপ্লুত হয়ে আরো বলেন, খুব আর্শ্চয হচ্ছি, এখানেই যদি এত মানুষ থাকে, তাহলে ঘরে টিভির পর্দায় কতো মানুষ আমাদের দেখছে।’

এরপর ক্যাটরিনা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ দিয়ে শুরু করেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনুভূতি প্রকাশ করে বলেন, ‘জয় বাংলাদেশ। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আবারও বাংলাদেশে আসতে চাই।’

গ্যালারিতে বসা হাজার হাজার দর্শক তখন তাদের হাততালি দিয়ে অভিনন্দন জানান। সালমান তার বাবার কথা স্মরণ করে বলেন, ‘বাবা বলেছেন- বাংলাদেশে যাচ্ছ, সেখানে গিয়ে একজন মানুষের কথা অবশ্যই স্মরণ করবে। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম।’

তবে পারফরম্যান্সের আগেই প্রেসিডেন্ট বক্সে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ক্যাটরিনা আর সালমান। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। কিছুটা দুষ্টমি করে সালমান বললেন, প্রধানমন্ত্রীর চোখ সুন্দর, আই লাভ ইউ।’ হঠাৎ একথা শুনে হাসিতে ফেটে পড়েন প্রধানমন্ত্রী।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তিযুদ্ধকালীন গৌরী প্রসন্ন মজুমদারের লেখা ‘শোনো একটি মুজিবুরের থেকে’ গানটি গেয়ে সবাইকে আবেগে মাতিয়ে তোলেন ভারতীয় সঙ্গীতশিল্পী সনু নিগাম। এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কৈলাশ খেরও। রাজধানীর মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে সন্ধ্যা ৬টা ৫০ থেকে গোটা ‍উদ্বোধনী অনুষ্ঠানই দেখেছেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App