×

সারাদেশ

কেশবপুরে বুড়িভদ্রা নদী থেকে ১শ কেজি ওজনের শুশুক উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৬ এএম

কেশবপুরে বুড়িভদ্রা নদী থেকে ১শ কেজি ওজনের শুশুক উদ্ধার
যশোরের কেশবপুরে একটি নদী থেকে একটি শুশুক মাছের দেখা মিলেছে। প্রায় ১০০ কেজি ওজনের এই শুশুকটিকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ভিড় জমিয়েছে ওই এলাকায়। এলাকাবাসী জানান রবিবার(৮ ডিসেম্বর) সকালে উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগরহাটি গ্রামের বুড়িভদ্রা নদী থেকে এই শুশুক মাছটি ধরা পড়ে। আগরহাটি গ্রামের জি এম আবুল বাশার সাংবাদিকদের জানান রবিবার সকাল ৮টার দিকে তার বাড়ির সামনের নদী থেকে শুশুক মাছটি ধরা পড়েছে। কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েমের জানান শুশুক মাছটি ধরা পড়ার ঘটনাটি জানার পর খুলনা বিভাগকে জানিয়েছি।সেখান থেকে কর্মকর্তারা এসে বিলুপ্তপ্রায় শুশুকটিকে উদ্ধার করে নিয়ে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App