×

সারাদেশ

কাপ্তাইয়ে রোকেয়া দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০২:১৫ পিএম

কাপ্তাইয়ে রোকেয়া দিবস পালিত
নারী শিক্ষার মহীয়সী বার্তাবাহক বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা সদর প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন, কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এসএম বেলাল চৌধুরী, চন্দ্রঘোনা মিশন খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদের আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। আলোচনা সভায় বক্তারা বলেন, নারী শিক্ষার মহীয়সী বার্তাবাহক, নারী জাগরণের অগ্রদুত ছিলেন বেগম রোকেয়া। প্রায় দেড় শ বছর আগে সমাজে নানা অসংগতি আর কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ থাকা নারীদের শিক্ষার বার্তাবাহক হয়ে আলোকবর্তিকা জ্বালিয়েছেন বেগম রোকেয়া। তিনি প্রথমে নারীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করার কথা ভেবেছিলেন, বঙ্গীয় নারীদের মধ্যে তিনিই প্রথম কলম ধরেন। নারীকে পণ্যকরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতেন, যার লেখনীতে ঘোষিত হয়েছিল মানুষ হিসেবে ভগিনীদের আত্মসম্মান ও নিজস্ব অস্তিত্ব প্রতিষ্ঠার কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App