×

খেলা

আর্চারিতে স্বর্ণ পদক জিতেছেন সুমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ এএম

এসএ গেমসে আর্চারিতে মেয়েদের কম্পাউন্ড এককে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছেন সুমা বিশ্বাস। এই আর্চারির বাড়ি টঙ্গীতে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে পোখারা আর্চারি স্টেডিয়ামে  একক ইভেন্টে ফাইনালে সুমা ১৪২-১৩৪ পয়েন্টে হারিয়েছেন শ্রীলঙ্কার অনুরাধাকে। এ পর্যন্ত সব মিলিয়ে বাংলাদেশের ঝুলিতে উঠল ১৫টি সোনা।

গেমসের ১৩তম আসরে রবিবার (৮ ডিসেম্বর) সকালে আর্চারিতে পুরুষদের দলগত রিকার্ভ এ স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এরপরই শ্রীলঙ্কাকে হারিয়ে আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। স্বর্ণজয়ী নারী দলের সদস্যরা হলেন বিউটি, মেহনাজ ও ইতি।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ক্রীড়াবিদদের মিলনমেলায় মুখরিত এখন নেপালে কাঠমুণ্ডু। ২৬টি ডিসিপ্লিনে ৩১৭টি স্বর্ণপদকের জন্য লড়ছে সাত দেশের প্রতিযোগিরা।

বাংলাদেশ থেকে ৫৯৫ সদস্যের বিশাল বহর এখন সেখানে। তাদের মধ্যে ক্রীড়াবিদ ৪৬২ জন এবং কর্মকর্তা ১৩৩ জন। একটি ডিসিপ্লিন (ট্রাইলথন) বাদে সবকটিতেই অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App