×

জাতীয়

অধ্যাপক অজয়সহ স্ত্রী-পুত্রের মরণোত্তর দেহদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:০১ পিএম

অধ্যাপক অজয়সহ স্ত্রী-পুত্রের মরণোত্তর দেহদান

দেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধের এ এক অনন্য দৃষ্টান্ত। জীবদ্দশায় প্রিয়তমা বাংলাদেশকে ভালোবেসেছেন নিঃস্বার্থে। এবার দেশকে ভালোবেসে উৎসর্গ করে গেলেন মরণোত্তর দেহও। বাংলাদেশে এই প্রথম একই পরিবারের ৩ জন চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় মরণোত্তর দেহ দান করলেন।

বরেণ্য পদার্থবিজ্ঞানী অধ্যাপক অজয় রায়ের শেষ ইচ্ছানুসারে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরের পর তাঁর মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার্থে ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হবে।

এর আগে ৩ জানুয়ারী ২০১৯ এ অজয় রায়ের স্ত্রী শেফালী রায়ের মৃত্যুর পর তাঁর মরদেহ ঢাকার আদ-দ্বীন হাসপাতালে দান করা হয়েছিল। তাঁদের সন্তান ব্লগার-বিজ্ঞানী অভিজিৎ রায়ের মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছিলো ২০১৫ সালে।

অধ্যাপক অজয় রায়ের বড় ছেলে ব্লগার-লেখক অভিজিৎ রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারিতে একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গিদের হাতে খুন হন। এ ঘটনায় সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া মেজর জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App