×

খেলা

দুই রানে স্বর্ণ জয় সালমাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০২:৩১ পিএম

দুই রানে স্বর্ণ জয় সালমাদের

এসএ গেমসে স্বর্ণজয়ের ম্যাচে লঙ্কান মেয়েদের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি টাইগ্রেস ব্যাটসম্যানরা। তাই স্বর্ণ জিততে হলে বোলারদের জ্বলে উঠতেই হতো।  সেই কাজটিই করেছেন বোলাররা। লঙ্কান মেয়েদের ৮৯ রানের মধ্যে বেঁধে দিয়েছেন তারা। বাংলাদেশ প্রথমে ব্যাট করে করেছিল ৯১ রান। ফলে ২ রানের জয় পেয়ে এস এ গেমসে নারী ক্রিকেটের প্রথম স্বর্ণটি নিজের করে নিল বাংলাদেশ।

রবিবার (৮ ডিসেম্বর) টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯১ রান করে টাইগ্রেসরা। সর্বোচ্চ ২৯ রান করেন নিগার সুলতানা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন উমেশা থিমাসিনি।

আর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করতে সমর্থ হয়। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক হারশিথা মাধবী। আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তুলে নিয়েছেন নাহিদা আক্তার।

এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো এস এ গেমসে যুক্ত হয় ক্রিকেট। তবে সেবার ক্রিকেটের ইভেন্টে নারীদের যুক্ত করা হয়নি। ছেলেদের প্রথম আসরেও স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার নারীদের প্রথম আসরেও স্বর্ণ জয় করল লাল-সবুজের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App